Payment Methods
Udvabony ৩ ধরেনের পেমেণ্ট মেথডের মাধ্যমে টাকা গ্রহন করে থাকে,
১। বিকাশ এর মাধ্যমে পেমেন্ট
২। ক্যাশ অন ডেলিভেরি এবং
৩। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পেমেন্ট।
আপনার অর্ডারটি আমাদের (Udvabony) নিকট পৌঁছালেই আপনি ইমেলে/মোবাইল ফোনে মেসেজ পাবেন, তারপর আপনার অর্ডারটির শিপিং চার্জ অগ্রিম পরিশোধ করলেই অর্ডারটি আমাদের (Udvabony) নিকট কনফার্ম হয়ে যাবে।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসহয়। বাকি সকল কুরিয়ার সার্ভিসে ক্যাশ বিফর ডেলিভারিতে অর্ডার ডেলিভারি করা হয়। সার্ভিস বিষয়ে সরাসরি ফোনে কথা বলতে চাইলে -০১৭৩০৫৯৯৯৫১ নাম্বারে কল করুন।।
অর্ডারের টাকা পরিশোধের ধরন ও মাধ্যম……
অগ্রিম অর্ডারের টাকা পরিশোধের জন্য চেকআউট পেইজ ভিজিট করুন টোটাল টাকা আমাদের বিকাশ মার্চেন্ট -০১৭৩০৫৯৯৯৫১ অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করুন ।
অথবা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করুন।
বিঃ দ্র- টাকা পরিশোধের সঙ্গে সকল প্রকার অতিরিক্ত সার্ভিস ফি অথবা চার্জ সফটওয়্যারে অটোম্যাটিক যুক্ত করা হবে, হিসেবে ভুল ধরা পরিলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
বিকাশে পেমেন্ট করার জন্য আপনাকে Udvabbony থেকে কনফার্মেশন মেসজ পেতে হবে ,তারপর আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার জন্য যে স্টেপ গুলো করতে হবেঃ
১। আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার ০১৭৩০৫৯৯৯৫১ । আমাদের পেমেন্ট (Payment) করার জন্য বিকাশ পার্সোনাল (Personal) নাম্বার লাগবে এজেন্ট (Agent) নাম্বার থেকে পেমেন্ট (Payment)করা যাবে না।
২। আপানার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করতে *২৪৭# চাপুন।
৩। অনেক গুলো অপশন পাবেন সেখান থেকে পেমেন্ট (Payment)অপশনটিসিলেক্ট করুন , সেন্ড (Send) বাটন চাপুন।
৪। আমাদের বিকাশ মার্চেন্টনাম্বার টি দিন ,সেন্ড (Send) বাটন চাপুন।
৫। সঠিক আম্যাউন্টটাইপ করুন, সেন্ড (Send) বাটন চাপুন।
৬। রেফারেন্স হিসাবে আমাদের অর্ডার (Order)নাম্বার দিন, সেন্ড (Send) বাটন চাপুন।
৭। কাউন্টার নাম্বার ১ দিন, সেন্ড (Send) বাটন চাপুন।
৮। আপনার পিন নাম্বার দিন, সেন্ড (Send) বাটন চাপুন।