পি.সি.বি (প্রিন্টেড সার্কিট বোর্ড ) সার্ভিস’স (PCB Services)

পিসিবি(PCB) ডিজাইন করার জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ পিসিবি(PCB) ডিজাইনার। আপনার চাহিদা মত নিজের মত করে পিসিবি(PCB) ডিজাইন করিয়ে নিতে পারবেন, অথবা আপনার Schematics অনুযায়ী পিসিবি(PCB) ডিজাইন করে নিতে পারবেন। আমরাই প্রথম বাংলাদেশে এই ধরনের সার্ভিস দিয়ে থাকি।

আবার, চাইলে আপনার প্রোডাক্টের পিসিবি(PCB) এর ডিজাইনে নতুন কোন ফিচার অ্যাড করতে চাইলে আমাদের সাথে পরামর্শ করে আপনার প্রোডাক্টের পিসিবি(PCB) এর ডিজাইন উন্নত করতে পারবেন।

আপনার প্রোডাক্টের পিসিবি(PCB) এর ডিজাইনের গার্বার (*.gerber) ফাইলটি আমাদের দিতে হবে অথবা আমাদের মাধ্যমে গার্বার (*.gerber) ফাইল তৈরি করে নিতে পারবেন। আপনার দেওয়া গার্বার (*.gerber) ফাইল অনুযায়ী চায়না থেকেঅনেক উন্নত মানের পিসিবি(PCB) তৈরি করে আপানদের কাছে পৌছে দিব।

চায়না থেকে আমাদের নিজেস্ব টিম মেম্বারদের মাধ্যমে অনেক উন্নত মানের এবং টেস্টকৃত ও ত্রূটিমুক্ত পিসিবি(PCB) আপনার নিজের কোন ধরনের ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন।

আমাদের মাধ্যমে আপনার প্রোডাক্টের সার্কিট বোর্ড ডিজাইন, সার্কিট বোর্ড তৈরিএবং সার্কিট বোর্ড গুলোতে পার্টস বসিয়ে নিতে পারবেন। সার্কিট বোর্ডে পার্টস বসানোর জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং টিম মেম্বার। এসএমটি (SMT) পার্টস বসানোর জন্য আমাদের রয়েছে উন্নত মানের মেশিনযেমনঃ
# Stencil Printer,
# Pick And Place,
# ReflowOven,
# Microscope(High Quality),
# Oscilloscope Etc.
তাই আর এসএমটি (SMT) পার্টস নিয়ে ভয় না পেয়ে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

Through Hole Technology (THT) সার্কিট বোর্ডে পার্টস বসানোর জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ কর্মী এবং পর্যাপ্ত মেশিন।

যে কোন ধরনের ইলেক্ট্রনিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অথবা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বিঃদ্রঃ – আমরা সমস্ত কাজ গুলো অনেক সতর্কতার সাথে করে থাকি এই জন্য আমাদের রয়েছেনিজেস্ব ESD Protectedল্যাব। সেখানে শুধুAuthorized ইঞ্জিনিয়ার প্রবেশ করতে পারেন।

আমাদের সাথে যোগাযোগ করতে কল করুনঃ ০১৭৩০৫৯৯৯৫১
নাম্বারে।